বাসনা
ছন্দা দাশ।
একটুখানি আশা
আর কিছু নয়
নিত্যদিনই গড়ছি আমি
বুকের মধ্যে বাসা।
একটুখানি মাটি
একফোঁটা তো জল
লাল গোলাপের চারা
মেলছে তাহার দল।
আকাশ ছোঁয়া মন
উড়ছে ঘুড়ি তোর
ইচ্ছে মত গড়িস
ভালোবাসার ঘর।
ডাক দিয়েছে পথ
হৃদ্ কমলের সুর
পথ হারাবার বেলা
নেইকো বেশি দূর