চলুন, কবিতা লিখি
– বিশ্বজিৎ কর –
তা’বলে সবসময় মরব কেন, চলুন
একবার বাঁচি! আসুন, কবিতা লিখি!
আবার কেন শপথবাক্য পাঠ,
সদা সত্য কথা বলতে হয়!
ঐ দেখুন, দুঃস্থজন ত্রাণ দিচ্ছে, সবাই নিচ্ছে!
হ্যাঁ, ক্যামেরাম্যানও!
আবার কেন শপথবাক্য পাঠ,
সদা সত্য কথা বলতে হয়!
তাড়াতাড়ি চলুন, কবিতা লিখতে হবে!