“পাথর চোখে দেখছি ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন লন্ডন, মাইলেন্ড থেকে তারুণ্যের কবি মিনু আহমেদ।

392

পাথর চোখে দেখছি।

মিনু আহমেদ।

আর কত কাল!পথের ধারে থাকবো বসে–?
চেয়ে চেয়ে চোখের দৃষ্টি আগেই গেছে কমে।
পাথর চোখে আজো দৃষ্টি দিয়ে দেখছি বিভোর হয়ে—-

হুম!আর কত কাল.?কেউ বলো, আর কত কাল!
তোমার রূপেতে পাগল হয়ে বিদিশা দৌড়ে ছুটে চলবো—–!
আজো তুই জানিস না কতবার হোঁচট খেয়ে ফিরে এসেছি,
কতবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে অন্ধকারে বসতি গড়েছি।
আজ আমি একাকিত্বের প্রহরী!
সব হারিয়ে একা বসে আছি!

রূপসী,বল না তুই–
তোর কথা শুনে শুনে গলে কলসী বেঁধে যমুনার জলে ডুবে মরি।
বল,তুই কি পাচ্ছিস শব্দ?
আমার মনে এখনো একটি কবর!
তুই কি নিয়েছিস একটি খবর?
কার জন্য আমার জীবন বিলীন হয়েছে ধরণীতল।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here