কাব্যরস
সর্বানী ঘড়াই
জীবন সৃষ্টির দুগ্ধ পানে পূর্ণতা পেলে
দেহকোষে উদ্গত হয় সুমধুর লীলা
উপলব্ধিজাত অনুভব এ হয়
মগ্ন চৈতন্য
জীবনের কেন্দ্রবিন্দু আকর্ষিত করে সাদা পৃষ্ঠায়।
বালুকনায় লিখে রাখে দুতিময় সত্যনিষ্ঠ দলিল।
অনুভবের গভীরতা অন্তর্দেশে পল্লবিত করে
সৌন্দর্যের আলপনা।
নক্ষত্র প্রভায় সাদা পৃষ্ঠাগুলো হয়ে ওঠে বীজাধার
খুব সুন্দর উপস্থাপনা । ধন্যবাদ
সর্বাণী ঘড়াই ।কলকাতা