স্তব্ধ রাত
ক্যামেলিয়া আহমেদ
অন্ধকার রাতে একান্ত মনে নিজের সাথে কথা বলা
ভাবনায় উড়ে বেড়ানো, নীল আকাশের বুকে
পৃথিবী স্তব্ধ, তুমি এসে পরশ বুলাবে মুখে;
তোমার পরশে তন্দ্রা যদি ভেঙে যায়
অস্পষ্ট হয়ে যায় আকৃতি,
চোখ মেলে দেখবো হয়তো, রাতটাও বলছে ইতি।