“বঙ্গবন্ধু তুমি আছো হৃদয়ে ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি লুবনা জেরিন সীমা।যেটি ১৬/০৮/১৯ ইং তারিখে প্রতিভা সন্ধান কাব্য পরিষদ এর সেরাদের সেরা নির্বাচিত ।

530

বঙ্গবন্ধু তুমি আছো হৃদয়ে

                                              লুবনা জেরিন সীমা

(১৬/০৮/১৯ ইং তারিখে প্রতিভা সন্ধান কাব্য পরিষদ এর সেরাদের সেরা নির্বাচিত )

বঙ্গবন্ধু তুমি চির অমর রবে।
টুঙ্গিপাড়ার ছোট্ট ছেলে
নাম ছিল তার শেখ মুজিব
একদিন সে বড় হয়ে
হলেন সবার নেতা
তিনি উপাধি পেলেন জাতির পিতা।
ঘাতকের গুলিতে তিনি
হয়েছিলেন শহীদ, বীরের বেশে
সেই থেকে মুজিব
বাংলার প্রতিটি ঘরে ঘরে
আছে প্রতিটি অন্তরে।
বাংলা যখন গর্জে উঠে
সবাই তোমাকে স্মরণ করে।
তোমাকে খুঁজে পাই
লাল সবুজের পতাকায়
তোমাকে খুঁজে পাই সিঁথির সিঁদুরে।
খুঁজে পাই সবুজ ঘাসে
কিম্বা শিশিরকণায়,
তোমাকে খুঁজে পাই ধবধবে সাদা
দোলন চাঁপা, রজনীগন্ধা ফুলে।
তোমাকে খুঁজে পাই
রিমঝিম বৃষ্টিতে
অঝোর ঝর্না ধারায়।
তোমাকে খুঁজে পাই ভাটিয়ালী সুরে
পল্লী মাঝির গানে,
তোমাকে খুঁজে পাই
জোয়ার ভাটার স্রোতের টানে।
তোমাকে খুঁজে পাই,
পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা সব গাঙে
তোমাকে খুঁজে পাই শিল্পীর আঁকা
রঙ বেরঙের পটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here