ফাগুন-আগুনে শুদ্ধি
জেসমিন জাহান
ফাগুন আসে ফিরে ঋতুর বাঁকে
সাদাকালো স্মৃতির পাতায়
রঙবেরঙের কত্ত ছবি আঁকে
আলতো ছোঁয়ায় জেগে ওঠে
ভালোবাসার সুপ্ত জমি
সিক্ত করে তিক্ত উষর মনোভূমি
ঝর্ণাধারা নামে মনন জুড়ে
চেতন জাগে উদ্বেলিত ঝড়ে
বিবেক পালে লাগে তেজ কটাল
হঠাৎ দেখি নতুন এক সকাল
সম্মুখ বাঁধে আগমনী নীড়
অদেখা এক সুন্দর আগামীর।
দেখতে চাই না আর কখনো
মানুষের মাঝে হায়েনার রূপ
ধর্মের নামে বিসংবাদ
বর্ণভেদের কূটকৌশল আর
এক আকাশের ভিন্ন স্বাদ।
ভালোবাসার চির বহমান নদী
কলুষিত আর না হয় যদি
সত্য নিশান উড়বেই জেনো
প্রতি দেশ প্রতি অন্তরে
উড়িয়ে দেবো সব অপবাদ
অত্যাচারীর ভাঙবোই জাল
নতুন সূর্য ছড়িয়ে প্রভা
আসবেই শুদ্ধ আগামীকাল।