ওপার বাংলার কবি সপ্তশ্রী কর্মকার এর কবিতা “বানভাসি মন”

557
“বানভাসি মন”
ওপার বাংলার কবি সপ্তশ্রী কর্মকার এর কবিতা “বানভাসি মন”

বানভাসি মন

             সপ্তশ্রী কর্মকার

—————————
অধরা মাধুর্যের নিশিকাব্যের কুন্ডুলীতে,
কে তুমি অনামী লৌহপুরুষ?

অগোছালো উদ্ভ্রান্ত জীবনে ছূঁয়েছি তোমায়,
আপন করেছি নিঃসন্দেহে।

রামধনুর সপ্ত রং উড়িয়েছি আকাশে,
চোখ ব্যস্ত দেখতে জানালায়।

খোঁপায় বেঁধেছি বেলীর মালা,
নিচ্ছি ঘ্রাণ স্বপ্ন সুধাতে ।

আর্জি আছে মদিরা মনে হেসে জুড়িয়ে দিও প্রাণ,
অদ্ভুত এক মঞ্জিমা প্লাবিত হচ্ছে ধমনির রন্ধ্রে।

সাজাব পায়ে আমি প্রতি সন্ধ্যায় আলতা নূপুর,
রাগিণীর তালে সোহাগী ঠোঁট হোক কম্পিত।

বানভাসি মন আমার ক্যানভাসের প্রাচীরের বাঁধা ,
তাই আজ রাতে তুমি হও শ্যাম আর আমি রাধা।

কবি পরিচিতিসপ্তশ্রী কর্মকার শারীরবিদ্যা( বিজ্ঞান) বিভাগ নিয়ে পড়াশোনা করেছে । অবসর সময়ে সাহিত্য আমার সঙ্গী আর রান্না করা, ভাষ্যপাঠ করা। ভবিষ্যতে সাহিত্য চর্চা ও উচ্চতর পড়াশোনা নিয়ে প্রাধান্য দিতে চাই।
বাড়ি পশ্চিম ত্রিপুরা ভারত ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here