“ফিরে এসো তোমার আপন মূর্তিতে”-এ এক সীমাহীন আলোর কথা বলে জেসমিন জাহান এর কবিতা

481
“ফিরে এসো তোমার আপন মূর্তিতে”-এ এক সীমাহীন আলোর কথা বলে জেসমিন জাহান এর কবিতা

ফিরে এসো তোমার আপন মূর্তিতে

                         জেসমিন জাহান

শতাব্দীর প্রথম প্রহরেই ছোবল হেনেছো
ব-দ্বীপের ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহে
ভয়ংকর উন্মাদনা ভর করেছে তোমাতে
করুণা করোনি এতোটুকু পরিমাণ
‘করোনা’র থাবায় আতংকিত আবদ্ধ যখন
ঠিক তখনি শক্তির খেলা খেলছো?
আবাস্থল ফেলে এসেছি নিরাপদ ছাউনিতে
বলতে পারো, নিরাপত্তা কোথায়?
সবুজের গা ছুঁয়ে কী ভীষণ উন্মত্ত হিংস্রতা
ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব
আকাশ যেন নেমে এসেছে ঢেউয়ের বুকে
শত সহস্র মেঘনাদ যেনো যুদ্ধে মত্ত
বাংলা মায়ের শ্যামল আঁচল আজ ছিন্নভিন্ন
কোন আক্রোশে ফুঁসে উঠেছো জলধি
কোন রহস্যের আড়ালে লুকাতে চাইছো?
অসীম ক্ষমতা নিয়ে মূহুর্তে ঝাঁপিয়ে পড়েছো
অসহায় মানুষকে করেছো ঘরহারা
সুন্দর সাজানো প্রকৃতিকে করেছো লণ্ডভণ্ড
কেড়ে নিয়েছো কত শত নিষ্পাপ প্রাণ
অভয়াশ্রম ছেড়ে ভীত পশুপাখি পালিয়েছে
কেনো ভেঙে ফেলেছো মায়াবী খোলস?
সত্যি বলো,রূঢ়তা কী মানায় এ মায়াবী অঙ্গে?
মুছে ফেলো বিদ্বেষ , ফিরে এসো অপরূপা!
অপূর্ব সাজে সাজাও তোমার শ্যামল বসুন্ধরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here