শৈশবের বৃষ্টি
ড.হোসনেয়ারা বেগম
অঝরে ঝরছে বারিধারা
বৃক্ষ পত্রপল্লবে টিনের চালে
অট্টালিকার ছাঁদে মিষ্ট মধুর সুরে
রিমঝিম বর্ষিছে যেন মেঘের পালক থেকে
মেঘ মল্লারে সারা দিন ধরে এ সুর ধ্বনিছে
প্রাণ ছুঁয়ে ছুঁয়ে আবেশ জড়িয়ে
বাতায়নে বসে বর্ষণ পানে চেয়ে
মন ছুটে যায় সুদূর অতীতে,
শৈশবের সেই অঝোর বৃষ্টি ঝরা দিনে।
বৃষ্টি এলে হৈহুল্লো করে বেড়িয়ে পড়তাম সবে
দল বেঁধে খেলতাম আমরা বৃষ্টির সনে,
দৌড়া দৌড়ি হুরো হুরি করে জল ছিটিয়ে
জলকেলিতে মেতেছি ভাই-বোনে মিলে।
অতি বর্ষণে জল উঠে এলে মাছ ধরেছি খেলাচ্ছলে
এখন বৃষ্টি যবে আসে মনে পড়ে শৈশবের বৃষ্টিকে.
এখন বাতায়নে বসি বৃষ্টি দেখতে পারি না ভিজতে।