★খ্যাপামি ★
এন.সত্যেন্দ্রনাথ
কল্পনা আর বাস্তব
মেলানোর বাতিকটা সেই কবে থেকে,
ভুত চাপে।
এ জন্য বেশ বেগ পেতে হয় বৈ কি,
মাথায় চেপে বসলেই একটিবার, পাগল করে দেয়,
তিষ্ঠতে দেয় না বিছুটি–
ফুটোতে থাকে সূচ,
চিমটি কাটে,
আঁচড়ায়,
গিলে খেতে চায় বেগড়বাই করলে–
চাক্ষুষ করলাম,
তবে শান্ত হোলো,
বার বার বলি
কল্পনাকে বাস্তবিক করে তোলার জিদটা যেন থাকে।
–যা ভাববে তাই’ই হবে।
–যেমন ভাববে তেমন’ই পাবে।
আকাশের গভীরতা,
মহাসমুদ্রের ব্যাপ্তি দেখার সাহস দেয় নি কেউ আগে,
দেরিতে হলেও তুমি যেদিন খুঁচিয়ে দিলে-
তুই সবচেয়ে তোর বড়ো শিক্ষক,
ক্লিক করলো।
হতে হবে প্রেমিকের মতো,
মাতালের আসক্তি,
পেশাদার ডাকাতিয়া,
মা যেমন শিশুকে নিংড়ে দেয়-
শেকল শুধু কি আর বেড়ি, শুধুই?
বাঁধনটা দৃঢ়তম করে কখনও।
কল্পনা আর বাস্তব
কোলাকুলি করে,
একাত্ম।
খ্যাপামিটা থাক্ না।
না হয় একা হয়ে গেলাম তোমার জন্য,
তোমাদের জন্য,
শিশিরকনা জমবে না কি অরুণের ভয়ে?
পদ্মপাতা করবে না স্নান ?
বাতিকটা সেই কবে থেকে,
চিমটি কাটে,
বিছুটি।