লাশ হয়ে যেতে চাই আমি,কবরে তোমায় ছেড়ে।।“জীবন সাথী ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি হামিদা পারভিন শম্পা ।

787

“জীবন সাথী “

               হামিদা পারভিন শম্পা

♥♥♥♥♥♥♥♥♥
সেই কবে দিয়েছিলেন বাবা
সঁপে তোমার হাতে,
সেই দিন থেকে চলছো পথ
তুমি আমার সাথে।

সুখ-দুঃখ,হাসি-কান্না সব
নিয়েছি ভাগ করে,
আমৃত্যু থাকি যেন এভাবেই
আমরা হাতটি ধরে।

ভালবাসা বলতে আমি শুধু
তোমাকে-ই বুঝি,
ভালবাসার সব রূপে তাই
তোমার মুখটি-ই খুঁজি।

মুখটি দেখেই বলে দাও
কখন আমার কি চাই,
ভালবাসবে তোমার চেয়ে বেশি
এমন ত্রিভুবনে নাই।

আমার রাগ আমার জিদ
অনেকে-ই বিরক্ত হয়,
এই রাগ জিদ এত বছর
তোমার কি করে গো সয়!

নালিশ-অভিযোগ তোমার বিরুদ্ধে
আমার অনেক আছে,
সবটুকু ভালবাসা দিয়ে তবু
তুমি থাকো কাছে।

বউ হয়ে এসেছিলাম একদিন
আমি তোমার ঘরে,
লাশ হয়ে যেতে চাই আমি
কবরে তোমায় ছেড়ে।।

Content Protection by DMCA.com

1 COMMENT

  1. “জীবন সাথী “
    হামিদা পারভিন শম্পা

    চিরনন্তন অনুভবের স্বরলিপি । অননয় । শেষ পংক্তিতে এক টু থামতে হছে । কেন জানিনা বেসুর ঠেকল । অজস্র ধন্যবাদ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here