লাশ হয়ে যেতে চাই আমি,কবরে তোমায় ছেড়ে।।“জীবন সাথী ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি হামিদা পারভিন শম্পা ।

903

“জীবন সাথী “

               হামিদা পারভিন শম্পা

♥♥♥♥♥♥♥♥♥
সেই কবে দিয়েছিলেন বাবা
সঁপে তোমার হাতে,
সেই দিন থেকে চলছো পথ
তুমি আমার সাথে।

সুখ-দুঃখ,হাসি-কান্না সব
নিয়েছি ভাগ করে,
আমৃত্যু থাকি যেন এভাবেই
আমরা হাতটি ধরে।

ভালবাসা বলতে আমি শুধু
তোমাকে-ই বুঝি,
ভালবাসার সব রূপে তাই
তোমার মুখটি-ই খুঁজি।

মুখটি দেখেই বলে দাও
কখন আমার কি চাই,
ভালবাসবে তোমার চেয়ে বেশি
এমন ত্রিভুবনে নাই।

আমার রাগ আমার জিদ
অনেকে-ই বিরক্ত হয়,
এই রাগ জিদ এত বছর
তোমার কি করে গো সয়!

নালিশ-অভিযোগ তোমার বিরুদ্ধে
আমার অনেক আছে,
সবটুকু ভালবাসা দিয়ে তবু
তুমি থাকো কাছে।

বউ হয়ে এসেছিলাম একদিন
আমি তোমার ঘরে,
লাশ হয়ে যেতে চাই আমি
কবরে তোমায় ছেড়ে।।

1 COMMENT

  1. “জীবন সাথী “
    হামিদা পারভিন শম্পা

    চিরনন্তন অনুভবের স্বরলিপি । অননয় । শেষ পংক্তিতে এক টু থামতে হছে । কেন জানিনা বেসুর ঠেকল । অজস্র ধন্যবাদ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here