ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম কবি-রাণু সরকার এর লিখা কবিতা“আমরা কি বড়ো হয়েছি?”

303
রাণু সরকার এর লিখা কবিতা“আমরা কি বড়ো হয়েছি?”

আমরা কি বড়ো হয়েছি?


রাণু সরকার

ভেবে দেখি না-
ভাবি আমরা বড়ো হয়েছি,
সত্যিই কি আমরা বড়ো হয়েছি?


দেখায় বড়োর মতো-
সংসার বৃহৎ বনের মালা,
আছি তাকে জড়িয়ে-
ভালোবাসা স্নানের পাত্র!
দুঃখগুলোকে ধুয়ে বেঁধে রাখে,
কখনো আবার অগ্নিপক্ব,
তবু ছেড়ে যাওয়া যায় না।

স্মৃতিগুলো ঘরের দেয়ালে ঘুরপাক খাচ্ছে-
ছোট্ট টুনি ফুলের মতো ফুটে আছি কুটিরে,
আকাশের কাছে দাঁড়ালে, কত ছোট আমরা-
তবুও বলি, কত বড়ো আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here