চন্দ্রমল্লিকা
নাসরিন জাহান মাধুরী
তোদের বাগানের চন্দ্রমল্লিকা গুলো
কি সুন্দর ফুটেছিলো
জানিস আমার খুব লোভ হোত
আমিও ফোটাবো অমন চন্দ্রমল্লিকা..
গুনগুনিয়ে গাইবো..
আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি…
কিন্তু হয়নি, চন্দ্রমল্লিকা ফোটেনি আমার বাগানে..
টকটকে লাল গোলাপ, গাঁদা, বেলি, রজনীগন্ধা
নয়ন তারা সব ফুটেছে, যা চেয়েছি
শুধু চন্দ্রমল্লিকা ফোটেনি
কেন ফোটেনি?
অধরা চন্দ্রমল্লিকা!
আমার চাওয়াতে কি কিছু কম ছিলো
নাকি আমি যোগ্য ছিলাম না চন্দ্রমল্লিকার?
ও তোর শ্রান্ত মল্লিকা…