আমেরিকা থেকে কবি-জবা চৌধুরীর অনবদ্য অনুভূতির কবিতা “চলাচলে জীবন”

836
DOINOK Alap
জবা চৌধুরীর অনবদ্য অনুভূতির কবিতা “চলাচলে জীবন ”

চলাচলে জীবন
জবা চৌধুরী

ভোর এলে রোদ হাসে
কালো মেঘে বৃষ্টি
মন খারাপে সবই কালো
সুখের স্বাদ মিষ্টি।

একলা মাঠে বিরহ অনেক
নদীর বুকেতে ভালোবাসা
প্রাণ খোঁজে অরূপ রতন
নীরব মনেতে কতো আশা।

বরফ ঢাকা পাহাড় যেমন
মুগ্ধ অসীম পারাবার
একই নদী — গঙ্গা, পদ্মা
ব্যস্ত দু’কুল পারাপার।

বিরহ সাঙ্গ, নিয়ম ভঙ্গ
গদ্যে পদ্যে কবিতা
উঁকি দিয়ে যায় প্রেমিকার চোখ
সাবিনা নয়তো, সবিতা।

সচল সুন্দরে ভরানো অন্তর
সাধা সুরে সাজে পদাবলী
সন্ধ্যা ঘনায় ঘোমটা মাথায়
তাল খোঁজে পায়ে কথাকলি।

এলোমেলো পথে হারায় স্বপ্ন
স্মৃতিসিন্ধুও ঢেউ তুলে
জীবনের দাম কানাকড়ি, তবু
পথ বেঁচে থাকে চলাচলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here