আনজানা ডালিয়ার কবিতা ”চন্দ্রমল্লিকা ”

238
আনজানা ডালিয়ার কবিতা ''চন্দ্রমল্লিকা ''

চন্দ্রমল্লিকা
আনজানা ডালিয়া

শুধু চন্দ্রমল্লিকা দেবে বললে কেন?
কাঠালীচাঁপাও চাই আমার,
জানলার গ্রীল বেয়ে উঠবে জাপানী গোলাপ
দখিনে থাকবে বেলী
আর পুরোটা পথ জুড়ে থাকবে শিউলি।
আমি কখনও শিউলি মাড়িয়ে যাবোনা
সযতনে একটা একটা শিউলি তুলে নেবো হাতে
চন্দ্রমল্লিকা গুলো আমার সাথে কথা বলবে প্রতি রাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here