কবি দিলরুবার কবিতা “আঁকড়ে ধরে বাঁচি”

514
কবি দিলরুবার কবিতা “আঁকড়ে ধরে বাঁচি”

আঁকড়ে ধরে বাঁচি
——–দিলরুবা

একবার নয় বহুবার, প্রেম এসে কড়া নেড়ে যায় এইহৃদয়ে, এই অবেলায় এখনও আসে!
হয়তো আমি নারী বলেই প্রেম আসে,
প্রত্যাখান ও করি ফিরিয়ে দেই প্রতি বার!
ভুল করে আমি—-
শুধু একজনকেই আঁকড়ে ধরে বাঁচি।

কেউ একজন কবিতার মত গেঁথে আছে – এই হৃদয়ে, চলার পথে,গানে কবিতা,রেস্টুরেন্টে আড্ডায় ,
পূর্নিমার আলো, হেমন্তের কুয়াশা চাদরে,
শেষ বিকেলে বোট ক্লাবের কফির পেয়ালা কিংবা নিশীথের সমুদ্রের গর্জনে আলিঙ্গনে আপ্লুত হয়ে!

তবুও ভুল করে আবারও
ভালোবাসি অনুভবে স্পন্দনে, বিশ্বাসের বন্ধনে!
আমি কষ্টের নীল রঙ দিয়ে সুখের আলপনা আঁকি,
ভেবেছি সেইই সব,চে আপন!
আমি ভালোবাসার মোহে পড়ে মিথ্যা আশা মনকে পূর্ণ করি প্রতিবার, ভাবিনি সে তো পর!

আমি হাসি দিয়ে অভিনয় করে করে কান্না লুকায়ে
কিছু পাবো না জেনেও মিথ্যা ভালবাসায় স্বপ্ন বুনে বুনে এই হৃদয়ে তাহারই আবাস গড়ি।
তবুও অতৃপ্তি এই হৃদয়ে—-
আবারও ভুল করে
তাকে ভালোবাসি প্রত্যাশার প্রতি প্রহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here