ঘুমন্ত আওয়াজ
– এম এম নজরুল ইসলাম
ঘুমন্ত আওয়াজ উড়ন্ত পাখোয়াজ
ছুটছে ঈথারে বাতাসে
ঝড় তুলেছে দুরন্ত গতিতে
মর্ত্যে,পাতালে, আকাশে।
কে রুখিবে তারে জ্বলন্ত দূর্নীবারে
মানবেনা কোন বাধা
মস্ত চূড়ায় দানবের ডেরায়
মগজে লেগেছে ধাঁধা।
তৃতীয় ধাপের ভক্ষক যারা
কাঁপছে তাদের বুক
পাপ পংকিলে সাঁতার কেটে
কাদায় ডুবেছে মুখ।
দিকে দিকে সব উঠছে রব
কোটি কল রব সবে
মিথ্যা বাদির কবর দিয়ে
সত্যের জয় হবে।
বহ্নিশিখার বিষুবরেখার
সোজা পথ ধরে
আসছে ধেয়ে মানবতার রথ
প্রত্যেক ঘরে ঘরে।
অসুর, দানব,রাক্ষসদেবতা
কালপ্রিট হায়েনার দল
ঝরায়েছে কতো অসহায়ের রক্ত
দুঃখিনীর চোখের জল।
সব হিসাবের হিস্যা হবে আজ
একটু সবুর কর
আসছে ঐ ঘুমন্ত আওয়াজ
মারতে নরক নর।