সাম্যের জয়গান
আয়েশা মুন্নি
ব্যক্তি ও নাগরিক জীবনে
অতীত ও বর্তমানের
কিছু কিছু স্মৃতি জন্ম দেয়
নতুন নতুন কবিতার।
সে কবিতার অন্তরেন্দ্রীয় ভালবাসায় খুঁজি
সময়ের ফ্রেমবন্দী স্বাধীন অস্তিত্ব।
হৃদয়ের মানচিত্রে লিখা হয়েছে যে ইতিহাসের পটভূমি…
একটি মহান মুক্তিযুদ্ধের, একটি সূত্র
একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।
ধীরেন্দ্রনাথ দত্ত, জ্যোতির্ময় গুহঠাকুরতা,গোবিন্দচন্দ্র দেব সহ কালজয়ী ব্যক্তিত্ব,
খসে পড়া দ্যুতিময় নক্ষত্র সব আর লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার আত্মোৎসর্গ।
বাংলার হৃদয় জুড়ে আজও কি প্রস্ফুটিত নয়?
“জননী জন্মভূমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ”।
আনবিক আঁধারে থাকা
সাম্প্রদায়িকতা, মৌলবাদ হোক আনমনে
কালোত্তীর্ণ – উদগ্র বজ্রমুঠি।
গীতগোবিন্দের জলে ভেসে সপ্তর্ষির বজ্রবাঁশিতে বাজুক সাম্যের জয়গান।
স্বরচিত কাব্যে সংখ্যালঘু শব্দটি বিলীন হোক – মেঘদূতের ঠিকানায়।
এসো সহ নাগরিক হয়ে বাঁচি, বাঁচি একসাথে।