“বিদ্যাসাগর নাম যার” কবিতাটি লিখেছে আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

510
“বিদ্যাসাগর নাম যার” কবিতাটি লিখেছে আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।
আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

বিদ্যাসাগর নাম যার—-🌹

                          হাজেরা বেগম

বিদ্যাসাগর নাম যার
ছিলেন তিনি মস্ত মহান
সমাজের জন্য করেছিলেন
—-অকুতোভয়ের নিজের জবান

অকাতরে বিলিয়ে প্রাণ
মন ছিলো এলেবেলে
সমাজে উচ্চ ধারায় লেখাপড়া
———-শিখুক সকল মেয়েছেলে

নিয়মের ধারা বদলে দিতে
দেশে দশে আন্দোলন হউক
ঘরে ঘরে বাল বিধবার
———-আবার তাদের বিয়ে হউক

ছেলে মেয়ে বুড়ো বুড়ি
বর্ণ মালায় মালা গাথুক
মনের কথা প্রেমের ব্যাথা
———শিশুপাঠ্য বই পড়ে দেখুক

দূরদর্শী এক সমাজ পতি
করেছিলেন পকেট ফাঁকা
বিপন্ন অসহায় মানুষের তরে
———-যুগিয়েছিলেন অজস্র টাকা

ভয় ডরের নাই বালাই
ছিলোনা মোটেও তার
সত্য ন্যায়ের তিনি বাহক
——জয়ের তিলক তাই শত বিধবার—🌹
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights@ H Begum

1 COMMENT

  1. অনেক ভালোবাসায় শুভেচ্ছা সকল বন্ধুদের ও বন্ধু জনাব আশিকুর রহমান সাহেব কে-🌷কৃতি বাঙালী বিদ্যাসাগর কে “বিনম্র শ্রদ্ধায় স্মরণে*কবিতার নাম:বিদ্যাসাগর নাম যার🌹দৈনিক আলাপ এ এই কবিতা প্রকাশিত করার জন্য।দৈনিক আলাপের সকল বন্ধুদের জন্য রইলো শুভ কামনা এবং প্রত্রিকার সার্বিক উন্নতি কামনা করি—🌹
    শুভেচ্ছা অন্তে—হাজেরা বেগম☘️
    30-09-2019/LA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here