“স্বপ্ন ” জীবন অনুভূতির অসাধারণ কবিতা লিখেছে কবি ফেরদৌসী খানম রীনা।

423
কবি ফেরদৌসী খানম রীনা
কবি ফেরদৌসী খানম রীনা

স্বপ্ন

            ফেরদৌসী খানম রীনা

বড় হবার স্বপ্ন সেতো
সবার মাঝেই থাকে।
স্বপ্ন পূর্ণ হলে জীবন
সফল বলে লোকে।

জীবনে থাকবে অনেক
দুঃখ, গ্লানি,বাঁধা তবু
সাহস নিয়ে চললে
পরাজয় হবে না কভু।

জীবনের মানেই যুদ্ধ
এ যুদ্ধ জয়ী হবে,
যখন থাকবে তোমার
অনেক চেষ্টা তবে।

গোলাপ ফুল অানতে
কাঁটার আঘাত পাবে
স্বপ্ন পূরণ করতে হলে
চেষ্টা করতে হবে।

অাঁধার রাতের পরেই
অাসে রাঙা প্রভাত।
সাধনার পরেই পায়
সবাই সফলতার স্বাদ।

স্বপ্ন পূরণ করতে বাঁধা
অাসে অনেক জীবনে,
বাঁধা অতিক্রম করলে
শান্তি অাসবে মনে।

চেষ্টা করলেই জীবনে
স্বার্থক হওয়া যায়।
যখন স্বপ্ন অাসে মনে
পূরণ হয় সাধনায়।

সবার মনে বড় হবার
প্রবল ইচ্ছাই থাকে,
জীবনে সফলতা অাসে।
যে দৃঢ় ইচ্ছা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here