কে তুই
ছন্দা দাশ
তুই কি আমার সেই দেখা
এক সবুজ পাতা?
অবুঝ মনের, অবাক চোখের
ভালো লাগায়
ঘোর লাগা এক নির্জনতা?
তুই কি প্রথম মোহন বাঁশির
সুরের ছোঁয়ায় বাজিয়েছিলি?
অন্য আলোয় মন হারানোর
বাঁশরীতে হৃদয় আমার মাতিয়েছিলি?
তখন আমি জানি নাই তো
কে ছিলি তুই, আমিই বা কে?
অলক্ষ্যে কেউ ফাঁদ পেতেছে
অন্তরালে
জানি নাই তো সে যেন কে?
আজকে যখন পথের মাঝে
হঠাৎ দেখা পূরবীতে।
ক্লান্ত চোখের নিবিড়তায়
মর্মরে সুর
উঠলো বেজে গভীর গোপন সুরভীতে।
তুই যে আমার শেষ বেলাকার
প্রথম আলোর শেষের পাতা।
সুর ছিল না, গন্ধ ও নেই
শুধুই স্মৃতি
খুঁজে ফিরি সে নির্জনতা।