“হয় না যেন করোনা ”কবিতাটি লিখেছেন যুক্তরাজ্য থেকে কলমযোদ্ধা লাভলী ইসলাম

639
হয় না যেন করোনা
“হয় না যেন করোনা ”কবিতাটি লিখেছেন যুক্তরাজ্য থেকে কলমযোদ্ধা লাভলী ইসলাম

হয় না যেন করোনা

                             লাভলী ইসলাম

কেউ কাছে আসবে না
কেউ তাকে ছোঁবে না
যদি হয় কারো করোনা ।
ভালবাসাবাসি সব অযথা
আপন প্রাণ বাঁচাও তথা
রোগী হলে সব মিথ্যা ।
টাকা কড়ি জমিদারি
পড়ে রবে বাড়ি গাড়ি
মরলে করবে কাড়াকাড়ি
সবাই তখন যাবে ছাড়ি ।
দুর্দিনের এই সময়টাকে
বুঝে নিও জীবনটাকে
মরণব্যাধী ধরলে পরে
কেউ রবে না কাছে ধারে
সীমানায় কেউ আসে না
হয় না যেন কারো করোনা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here