হয় না যেন করোনা
লাভলী ইসলাম
কেউ কাছে আসবে না
কেউ তাকে ছোঁবে না
যদি হয় কারো করোনা ।
ভালবাসাবাসি সব অযথা
আপন প্রাণ বাঁচাও তথা
রোগী হলে সব মিথ্যা ।
টাকা কড়ি জমিদারি
পড়ে রবে বাড়ি গাড়ি
মরলে করবে কাড়াকাড়ি
সবাই তখন যাবে ছাড়ি ।
দুর্দিনের এই সময়টাকে
বুঝে নিও জীবনটাকে
মরণব্যাধী ধরলে পরে
কেউ রবে না কাছে ধারে
সীমানায় কেউ আসে না
হয় না যেন কারো করোনা ।