সংকেত
অর্পিতা আচার্য
তাহলে অনেক রাতে সংকেতে পাঠানো সব আলোকবর্তিকা
মাতালের হাতের প্রদীপ ? এলোমেলো ? তাই এত কম্পমান ছিল ?
তাই এত অসতর্ক ঢেউ আছড়ে পড়তো বিরাণ সৈকতে ?
ফেরানো মুখের মধ্যে আলোছায়া দৃশ্যমান নয়
এ নগরে , এই জ্যামে , যানবাহন , শহুরে হইচইয়ে
ধুলো আর ধোঁয়ার আড়ালে চোখের অস্থির জল
গিলে ফেলা সোজা খুব
সহজ ভীষন করমর্দনের সঙ্গে মুছে ফেলা
হাতে মাখা সোনালি সুগন্ধ
তাই এত অনায়াসে ঢাকা পরে যায়
রাতের তমোঘ্ন দীপ দিনের চিতায় !