আমার বাড়ি
– তাইম শেখ
তোমার মতন নেইকো আমার
ঘরটি ইটের পাকা,
আমার বাড়ি আছে ঘরটি
টিন দিয়ে ভাই ঢাকা।
আমার বাড়ি নয়কো ভাই
নয়কো বহুদূর,
এখান থেকে ঐ দেখাযায়
উত্তর হোসেনপুর।
ছোট ডিঙ্গি বাঁধা ঘাটে
শাপলা ফোঁটে ভোরে,
পল্লীবধূ স্নান করে
জল ভরে নেয় ঘরে।
ইচ্ছে হলে যেতে পারও
খেতে পারবে বেশ,
মায়ের হাতের ভর্তা-পিঠা
নতুন ধানের পায়েস।
দেখতে পাবে ধানের শিশের
মাথা দোলানো নাচ,
নতুন বৌয়ের রান্না করা
ইলিশ শর্ষের ধাচ।
বৈশাখেতে আমের মূকুল
গাছে ফোটে ওরে,
ভোমর গুলো ইচ্ছে মত
নেচে নেচে ওড়ে।
ভাদ্র মাসে তালের পিঠা
খেতে লাগে বেশ,
চিতই পিঠা ডালের সাথে
খেলেও থাকে রেস।
বর্ষা কালে কদম ফোটে
সবুজ রাঙা গায়ে,
মিষ্টি খুকির হাসি ছুটে
আলতা রাঙা পায়ে।
ডাহুক,দোয়েল বাসা বাঁধে
দেখবে নিজের চোখে,
চড়ুই পাখি ঘরের কোনে
থাকে আপন সুখে।
বাবুই পাখির সুন্দর বাসা
ঝুলে থাকে গাছে,
চাচির মুখের হাসি দেখতে
চাচা ঘুরে পিছে।