গোধূলির ঝড়
অর্ণব আশিক
গোধূলি ছিলো প্রবল ঝড়ে, উড়েছিল ধূলো বালি
কৃষ্ণচূড়া বিকেল, তোমার বসন,
ধুলো-ওড়া ফোঁপানো সময়
প্রলোভনে ডেকেছিলো বৃষ্টি ভেজা তোমার শরীর।
হঠাৎ বৈশাখী হাওয়ার উন্মাদনা
মেঘের সাথে বৃষ্টি ফোঁটার সমীকরণ
ঝরা পাতা, ছেড়া কাগজ, তোমার এলানো কেশ
উচ্চারণ করলো কামার্ত আবেগ।
মূহুর্তের ঝড়ে আমরা এক হয়ে যাই
তোমার ভেজা শরীর অকৃত্রিম নিসর্গ হয়
বৃষ্টির ফোঁটায় খোয়া যায় দুটি হৃদয়
জেগে উঠে নিভৃতে লুকানো প্রেম।