জাগো জনতা
—————— — এন এম রফিকুল ইসলাম।
আমি কোনো কবি নই, নজরুল রবি নই,
নই তো জীবনানন্দ;
ভালোবাসি কবিতা, ভালোবাসি কবিকে,
ভালোবাসি কাব্যেতে লুকানো সে ছবিকে।
চন্দ্রে লুকানো যে-ই ঝলসানো রুটিতে,
সুকান্ত পাঠিয়েছে কাব্যকে ছুটিতে, স্নিগ্ধতার ত্রুটিতে।
তবে আমি কেনো অযথাই
নিয়মের পূঁজা করে অনিয়মের গান গাই!
আজি কাব্যের ছন্দ ছেড়ে হুঙ্কারে আয় তেড়ে
ঝেড়ে দ্বিধা দ্বন্ধ,
হাতে তোর নওজোয়ান উড়ুক অগ্নিবাণ,
শোষণের এ ধারা চিরতরে করে দে না বন্ধ।
আর কতদিন বল্ মোসাহেবি করবি,
ঝুটা কাটা চেটেপুটে মরার আগেই মরবি!
গরীবের সম্পদ যারা আজ লুটে খায়,
সে দানব নাশিবারে নির্ভয়ে ছুটে আয়।
জেগে জেগে আর কতো তন্দ্রাতে দুলবি,
অসহায়ের হাহাকারে চোখটা কি খুলবি?
অনিয়মের আখড়া আজ গোটা দেশটা,
বিবেকটা জাগা' এবার দেখে নিতে শেষটা।
ভেঙেচুরে আগুন দে না দুঃশাসনের গদিতে,
খুঁজে দেখ্ যুগে যুগে ইতিহাস সাক্ষী,-
জনতার জাগরণ কে পেরেছে রোধিতে?