“চেতনার রঙ ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রীতা ধর

382
“চেতনার রঙ ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রীতা ধর

চেতনার রঙ

             রীতা ধর

অখিলের ধ্রুবতারা আর স্বপ্নচারী রাত
পরস্পর সমর্পণে ঝুঁকে থাকা দৃষ্টি,
নিটোল বাতাসে উড়ছে আঁচল
আঁচলে ভাসছে চুম্বনের দাগ ;
দীঘল বেণীতে দুলছে নদীর ঢেউ।
তারায় তারায় ঘোষিত কলোরব
তুমি আমার, তুমি আমার,,,
সমস্ত নীল চেয়ে আছে নির্বাক
স্বপ্নিল রাত দু’হাতে ঢেকেছে নয়ন,
নিভৃতের তিমিরে ডুবেছে প্রণয়ী আকাশ,
নিশীথের বিজন কুহকে তুমি ছুঁয়েছো
বুকের স্পন্দন ।
আকাশে তাই মেঘের বৈভব, শুধু
তোমারি চেতনার রঙ।
জোছনার বৃষ্টিতে যেন নির্ঝরের অবগাহন।

এপারে শুধু দুঃখিনী দুই বাহু অন্তরীক্ষ
দীর্ণ করে পেতে চায় তোমার আলিঙ্গন,
অন্তরে যার প্রবিষ্ট তোমার নাম,
কতো মহান চেতনার অনুভবে তুমি অন্তরে বেগবান তার।
বিশ্বাসে হাসির মতো সরল,চৈত্রের
চাঁদের মতো ধ্রুব।
তোমার আকাশে রোদ্দুরে ডানা মেলে
সোনালি পাখি, তুমি ভালোবাসা বুঝ তাদের।অথচ যে কথা শত কণ্ঠেও শুননি কখনো,
যে কথা হৃদয় আমার নিত্য জপায় তার নৈশব্দ বিলাপ,
মর্মাহত হৃদয়ের অন্তর্লীন বেদনা কখনো অনুভব করোনি তুমি।
তবুও তোমার বৈভবে, তোমার চেতনার রঙে আমারও হৃদয় রঙিন হোক আজ,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here