অপ্রকাশিত প্রতিশ্রুতি
সামানা সিদ্দিকা
মেঘময় নীল আকাশে অশ্রু ঝড়া এক সুর
এ সুর উপলব্ধি করা যায় প্রকৃতির অগোচরে
এ যেন বড়ই প্রাণবন্ত এক সুর!
এ যেন ভীষণ আপোষহীন এক সুর!
এই মায়াবী সুর করে এ মনকে চঞ্চল
এই কুহেলী সুর করে এ প্রাকৃতিকে জীবন্ত
ঝর্ণা থেকে ঝরছে যেন এ সুর
অন্তহীন সাগরে ভাসছে যেন এ সুর।
এই পাগল করা সুর ভেঙে দেয়
গহীন মনের সকল আক্ষেপ
আর দিয়ে যায় অপুর্ব অপ্রকাশিত প্রতিশ্রুতি।