শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা-রেবেকা রহমান লিখেছেন কবিতা“স্বপ্নের কারিগর ”

934
রেবেকা রহমান লিখেছেন কবিতা“স্বপ্নের কারিগর ”

স্বপ্নের কারিগর

                          রেবেকা রহমান

ইতিহাস স্বাক্ষী রেখে
মৃত্যুকে কাছে টেনে নিতে
ভয় পাইনি যে বীর

দেশেকে ভালবেসে
উৎসর্গ হবে ভেবে
শপথে সেই তো স্থির

ধন্যবান সেই পুরুষ
যার বুকের ওপর
সূর্য করে খেলা

বিশ্বস্ততাই তার ধর্ম
এখানে নাই সমঝোতা
বিন্দুমাত্র অবহেলা

দুঃসাহস…!
তার কাছে
শ্রেষ্ঠতম বিকেলের গল্প!

হাতের মুঠোয় মৃত্যু
রেখে আঁকলো
স্বাধীনতার কল্প

সংগ্রামের ই মুলমন্ত্রে
দৃপ্ত শপথ
কেঁপে উঠলো মঞ্চ

যুদ্ধ চলুক যুদ্ধ
অপরাধীর কে কয় ক্ষমা?
সইবো না তো তঞ্চ

অবশেষে ভাষন এলো
সাতই মার্চের অব্দ
যুদ্ধ ছাড়া পাকিস্তানি
হবে না তো যব্দ!

” রক্ত যখন দিলাম
আরো দেবো রক্ত
গুঁড়িয়ে দেবো
আছে যত রাজাকারের ভক্ত ”

মুজিব দিলেন অমোঘ বানী
জেগে উঠলো জাতি

নয়টি মাসের যুদ্ধ শেষ..!
জ্বলে উঠলো স্বাধীনতার বা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here