কলমযোদ্ধা_ রেবেকা রহমান এর কলমে কবিতা “অরুণাভ”

374
কলমযোদ্ধা_ রেবেকা রহমান এর কলমে কবিতা “অরুণাভ”

অরুণাভ

               রেবেকা রহমান

ক্রান্তির গহ্বরে আমার শহর!

অবসন্ন প্রেমিক– হাঁটুমুড়ে অপেক্ষা করোনা প্রেমের
দেশ ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে আর্ত সময়
আমার চুল শাড়ি এবং ঠোঁটের শোভা উড়ে গেছে
ম্লান অপরাহ্নের সবুজ ঘাসের মগ্নতা ছেড়ে

তাহলে তুমি কাকে অভিবাদন জানাতে বসে আছো?

তোমার আঙুলে বেজে উঠবেনা মন
যতক্ষন না শোক শেষ হয়..!

তুমি কি দেখেছো জরাদগ্ধ চাঁদ, অস্ত্বিত্বহীন ছায়া?
আমি তো রোজ দেখি — কোভিড শহর
রোগের টেবিলে মৃত্যুর বপন..!
আমার আর প্রেম আসেনা অরুনাভ
শুধু অবসাদে চোখ বুঁজে আসে……..

তোমার আপাত্য স্নেহে আমি যেমন সেরে উঠি
আমার শহরের যদি এমন একটা প্রেমিক এনে দিতে পারো
খোদার কসম তোমায় আমি আর প্রতিক্ষায় পোড়াবনা
কোনদিন ——

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here