তুমি শুধুই তুমি
এন এম রফিকুল ইসলাম।
আমি রঙধনুর সাত রঙে খুঁজিনি তোমায়,
একটু একটু করে হারায় সে বেলাশেষে;
আমি কখনোই খুঁজিনি তোমায় সূর্যমূখী পুষ্পদলে,
ঘনালেই সাঁঝের আঁধার সে যায় চুপসে।
আমি খুঁজিনি তোমায় সন্ধ্যা তারায়
ক্ষণকালের উজ্জ্বল আলোর অস্তগামীতায়,
তুমি যে কেবলি মিশে আছো উত্তরাকাশের সেই
চির অম্লান ধ্রুবতারার ধ্রুবতায়।
আমি খুঁজিনি তোমায় শেষের আলোয় ডানা মেলে
নীড়ে ফেরা শ্বেত বলাকার ঝাঁকে।
আমি খুঁজিনি তোমায় ঝিনুক ফোটা সাঁঝের মায়ায়
বাঁলু সৈকতে তটিনীর বাঁকে বাঁকে।
আমি খুঁজিনি তোমার হাসি মুখখানি
চাঁদনী নিশিতের কোন কল্পিত জ্যোৎস্নালোকে,
প্রস্ফুটিত বর্ণীল পদ্ম দলে পুঁতিগন্ধময় জলাশয়ে।
আমি খুঁজিনি তোমায় শ্বেত কপোতীর পলকে,
কিংবা বাসন্তী কোকিলের কুহু কুহু গানে।
আমি খুঁজিনি তোমায় কভু পুস্পিত কাননে
প্রজাপতির রঙিন পাখায়;
ভ্রমরের গুনগুন গানে কোন ভ্রান্তির ছলনায়।
তুমি আছো সারাক্ষণ আমার হৃদয়ের আঙিনাতে
চটুল নৃত্যগীতে নুপুরের ছন্দে আর সুরে সুরে;
তুমি তো কোন কল্প কথার রাজকুমারী নও,-
কেন খুঁজবো তোমায় কল্পনার দৃষ্টি মেলে সুদূরে ?
তুমি ছিলে, তুমি আছো,-
তুমিই রবে অনাগত কাল আমার ভালবাসায়, আমার হৃদয়ের অন্তঃপুরে সবটুকু জুড়ে।