আমার কবিতা
বিশ্বজিৎ কর
আমার চেতনার কেন্দ্রবিন্দুতে কবিতা এখন ভাল নেই,
রাতবিরেতে ঘুমের ঘোরে কা’কে যেন খোঁজে!
নিশুতি রাতে জানালার গরাদে মাথা রেখে চাঁদের আলো ভিক্ষা করে…..
চেঁচিয়ে উঠে বলে-“আমাকে আলো দাও, বড্ড অন্ধকার! ”
চাঁদ মুচকি হেসে কবির হৃদয় আলোকিত করে!
কবিতা খুঁজে বেড়ায় হারানো ভালবাসাকে,
কবিতা খুঁজে বেড়ায় কবির প্রিয় ঝরাপাতাকে,
কবিতা কেঁদে বেড়ায় অপেক্ষার উঠোনে,
কবিতা উদভ্রান্ত, কবির পথ পানে চেয়ে!
কবিতা এখন বড় একা, নতুন বন্ধু খুঁজে চলে!
কবিতা এখন ঠিকানাহীন!