ঘুনেপোকায় মন
আয়েশা মুন্নি
বিষন্ন নির্জনতায়,রাতের একাকিত্বে
প্রতিক্ষার প্রহর গুনে যাচ্ছি,
তন্দ্রার ঘোরে পিয়াসী আমি
ঘুমের অতলে তলিয়েও শুনতে পাই,
হৃদয়ের পাদদেশ ঝর্ণা স্নানে ব্যস্ত।
অসহায় প্রতিবন্ধী ভালবাসারা আমার,
কষ্টের নোনাজলে রক্ত স্রোত
চোখে নিয়েও বিরহি আবেগে রত।
জীবন্ত সত্ত্বার আদিম প্রবাহ
ডুকরে কাঁদে বিমূর্ত সময়েও।
রুহের সাথে মৃত্যুর যে সন্ধি
নিশ্চিত জেনেও,
আত্নার ক্ষতসহ হৃদয়ের দোলনাটা স্বযতনে সাজানো।
অগ্নি,দাঙ্গা,শোক,শবদেহ নিয়েও
পৃথিবীর বাতাসে মিশে আছে
ঝরা বকুলের গন্ধ।
শূন্যতার মাঝে পূর্ণতার আস্ফালনের
অসীম সীমাবদ্ধতায় সাজানো
এক মহা জীবন আমার।