তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা এর ব্যতিক্রম ধর্মী কবিতা “নাশ ”

574
তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা এর ব্যতিক্রম ধর্মী কবিতা “নাশ ”
তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা

নাশ

        নাসিমা হক মুক্তা

বন্দী হয়ে আছি- মানবের কোরাসে
ঠাট্টাতামাসায় যোজন যোজন দূরে মানুষের মঙ্গল
কুণ্ডলিত বাতাসে আতংকিত ধরণীতল
তুখোড় বদমাশি – ভেলকিতে
গল্-গল্ করছে প্রকৃতি
এই পৃথিবীতে জন্মের মহত্ত্বে –
রীতিমত বিস্ফোরিত হচ্ছে – পশুমানব
পতনে ভারী আকাশসম শিলা….!

ধসে পড়ছে – দিন থেকে রাত
জলরাশি ও তার গর্ভের ডিম ফাটিয়ে
সলিলহারা কূপ
মানবিক অনুভূতিগুলো
তরঙ্গের আস্তাবলের পেটে জ্বলছে চিতা
নাশ হচ্ছে মধু,ফুল ও জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here