মুক্তির দুয়ার
সাহানুকা হাসান শিখা
খুলবে একদিন মুক্তির দুয়ার
আসবে সেদিন খুশির জোয়ার।
কেমন আছিস ময়না মতি?
চিরদিনই যে তুই লজ্জাবতী।
এবার খোল তো ঘোমটা খানি,
বুকের মাঝে সাহস আনি।
জয় তোর হবেই জানি,
সত্যের পথ,উদয়ের বাণী।
অন্যায়ের বিরুদ্ধে আঘাত হানি,
তুই যে হবি বিজয়ের রানী।
করিসনে আর কোন জনে ভয়
জীবন তবে হয়ে যাবে ক্ষয়।
কেটে গেছে সেই তিমির রাত,
সামনে আসছে সোনালী প্রভাত।
এগিয়ে চল ধরে হাতে হাত,
নেই কোন ভেদাভেদ নেই কোন জাত।