কবি- মোঃ আশরাফুল ইসলাম (নয়ন) এর অনন্য সৃষ্টি কবিতা “রাখবো_রোজা_পড়বো_নামাজ ”

407
কবি- মোঃ আশরাফুল ইসলাম (নয়ন) এর অনন্য সৃষ্টি কবিতা “রাখবো_রোজা_পড়বো_নামাজ ”

রাখবো_রোজা_পড়বো_নামাজ

                   মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)

দেখো মুসলিম দেখো তোমরা,
আমাদের মাঝে আসছে রোজা।

সেহরী যেন রোজার মায়া।
পড়ি নামাজ এসো মোরা,

চলো সারিবদ্ধ হয়া,
ইফতারের আগে করি দোয়া।

তরুণ কিংবা বুড়া,
চলো নামাজ পড়ি মসজিদে গিয়া,

ভেদাবেদ ভুলে এক হয়ে মোরা।
হোক না তার কুঁড়ে ঘরে মাথা,

কিংবা অট্টালিকায় বাসা।
কিছু মানুষ ধনী তারা।

থাকবে কিছু গরিব দুখী চাষা।
আনন্দের মাঝেই রাখবো রোজা।
তারাবি পড়বো মসজিদে গিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here