মানবিকতার সঙ্কট
সপ্তশ্রী কর্মকার
ইচ্ছে পুরীর দেশে বিলুপ্ত হচ্ছে মনুষ্য বোধ,
প্রবাহমান প্রতিযোগিতা গা ঢেকেছে ব্যভিচারীর আবরণে,
প্রকৃত অভিব্যক্তি লুকিয়েছে অসৎ স্থাপত্যের আচরণে।
সুজনের কুশপুত্তলিকা পুড়ছে আজ অন্ধ বিচারে,
বিচারপতি ব্যস্ত তখন ভ্রষ্টাচারের তকমা লাগিয়ে হরণ,
কারারুদ্ধ প্রবহমান কৃষ্টি সঙ্গমের শবদহন।
মোহিত ভাস্কর্যের পান্ডুলিপি যখন কবির লেখনীতে ,
বিপদগ্রস্ত সংস্কৃতির অনুভূতি রাজদ্রোহীর প্রাঙ্গণে,
অশিষ্টাচার শিক্ষা করছে নিয়ম শৃঙ্খলার সমাজ সংস্কারণে।
শূণ্য জনপথে যখন কালজয়ী রথ উঠে জেগে,
অধর্মী নেশাতুর পূর্ণাথী সর্বত্রই ধাবমান,
তাই নির্বাক দেবতারা করছে সভ্যতার হুঁশ ফেরাতে আন্দোলন।