তারুণ্যের কবি শ্যামল বণিক অঞ্জন এর জীবন ছোঁয়া অসাধারন কবিতা “নি:স্প্রাণ”

524
কবি শ্যামল বণিক অঞ্জন এর জীবন ছোঁয়া অসাধারন কবিতা “নি:স্প্রাণ”
কবি শ্যামল বণিক অঞ্জন

নি:স্প্রাণ======

                শ্যামল বণিক অঞ্জন

শীত আর গরীব
বন্ধু যেন
নগ্ন দেহে থেকে,
বোধ হয়না ঠাণ্ডা ওদের
গায় বসেনা জেঁকে!
আর ধনীর শরীর
বস্ত্র বিতান
শীতটা এলে হায়,
ঠকঠকিয়ে কাঁপছে তবু
ঢেকেও লেপ কাঁথায়!
এতো আরাম আয়েশ করেও
ভুগছে বারো মাস,
দেহ জুড়ে সারা বছর
হাজার রোগের বাস!
ভালো খেয়েও দুর্বলতা
করছে ধাওয়া পিছু,
সুস্থ সবল গরীরই রয়
না খেয়েও কিছু!
ঈশ্বরই তো সহায় ওদের
এটাই তাঁর প্রমাণ,
সুখের রাজ্যে থেকেও ধনীর
সব যেন নি:স্প্রাণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here