সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন প্রতিভাধর কবি __সুবর্ণা ফারহানা চৌধুরী এর কবিতা “দীর্ঘশ্বাসের পাড়ি ”

822
কবি __সুবর্ণা ফারহানা চৌধুরী এর কবিতা “দীর্ঘশ্বাসের পাড়ি ”
কবি __সুবর্ণা ফারহানা চৌধুরী

দীর্ঘশ্বাসের পাড়ি

                 ###########
                 সুবর্ণা ফারহানা চৌধুরী।

অবেলার ঝড় কৃষাণীর স্বপ্ন ভঙ্গ
শংকটে নবান্ন উৎসাহে ভাটার টান
রোজ প্রত্যাশায় উন্মুখতা সকালের
বিকেলের সূর্য ডুবিয়ে হতাশায় ম্লান।

এতো উদ্দীপনা নিমজ্জিত অন্ধকার
স্বপ্ন ভাঙ্গা ঝড় তান্ডব হয়ে জীবনে।

নবান্নের ধানে কৃষাণীর দীর্ঘশ্বাস!
মায়ের হৃদয়ে শুণ্যতার হাহাকার
মনের আগুনে পুড়ছে ফাগুন দিন
লালসার শিখা ঝলসে দেয় শরীর।

এতো ঝড় আসে অবেলাকে ভালোবেসে
মা হারা শিশুটি খুঁজছে দু’চোখে চেনা মুখ
এতো ক্ষয়ক্ষতি জীবন আচ্ছন্ন রেখে
সুখটুকু ফুরায় বেহিসেবী আকস্মিক ঝড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here