“জখমের পরে ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা_রেবেকা রহমান ।

534
“জখমের পরে ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা_রেবেকা রহমান ।

জখমের পরে

                  রেবেকা রহমান

এত এত জখমের পরে
এখনো কোথাও ভোরের আগুন রয়ে গেছে হয়তো!
উত্তর, দক্ষিণে, পূবে অথবা পশ্চিমে
অগনন পাখিদের কাকলি শুনি
রাত্রের করোটিতে উজ্জ্বল হয়ে আছে চাঁদ তারা

মৃত্যুর কলোরল ছুঁয়েছে এশিয়া, ইউরোপ, আমেরিকা
বন্ধ্যা হয়েছে কা’বা, মন্দির, গির্জা, প্যাগোডা
তথাপি পায়ের শব্দ বাজে!
মরুর তে মরুতে নিখিল মরুতে
অন্তঃশূন্যতা জাগে

তবু পৃথিবীর দীপ্তি নেভেনা যেন!!

ঝড়ে –কাঁচা আমের বোঁটার মতো ঝরে যাচ্ছে জীবন
বেঁচে থাকে কেবল আশা—
পৃথিবী সে এক ঝলসানো আলো
ম্লান ব্রম্মপুত্র,অবিরল সাদা বকের পালক!

এত এত জখমের পরেও
সোনালি দিনের মেঘ কাঁদে আমায় আপাদমস্তক ভেজাতে চায়….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here