“প্রকৃতির জয়” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর

524
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ কর -Kobita-কবিতা-প্রকৃতির জয়
কবি বিশ্বজিৎ কর

প্রকৃতির জয়

বিশ্বজিৎ কর

প্রকৃতি এখন বিজেতা! প্রকৃতি এখন চ্যাম্পিয়ন! ফলে-ফুলে-পাখির গানে প্রকৃতি এখন রত্নগর্ভা মা!
কোন বৃক্ষরোপণ নেই,নেই কোন সেলিব্রেটির চারাগাছ রোপণের ন্যাকামো! ক্যামেরার ঝলকানি নেই, আছে রবি-তাপের স্নিগ্ধতা!
আছে গাছ-মায়ের পরিপূর্ণ সংসার, যেখানে বাতাস খেলে বেড়ায় খোলা উঠোনের মাঝ রাস্তায়! খাঁচার পাখি ডানা ঝাপটায় -“এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়..! “
বনের পাখি তো বাঁধনছাড়া, নিমগাছের ডালে বসে মিষ্টি সুরে গাইছে -“আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত! “
 দইওয়ালা নেই, অমল আছে। সুধা নেই, মা আছে। বই নেই, কবিতা আছে। অসুখ নেই, অসুস্থতা আছে।
সামনে দিগন্তবিস্তৃত ক্যানভাস, শিল্পী উদাসীন, তুলি নেই হাতে, বিড়বিড় করছে-“কি করে ছবি আঁকব? “
ও শিল্পী, হাতে ঝরাপাতা তুলে নাও! আঁচড় কাটো ক্যানভাসে,মায়ের পায়ের ছবি আঁকো, ফুল দাও, বলো-“মাগো, ভাল থেকো, কেঁদো না! “
ঐ দেখো শিল্পী, গাছ-মায়েদের পুষ্পবৃষ্টি! দূরদর্শন বন্ধ থাক্, একটু কান পেতে থাকো, শুনতে পারছ কি, প্রকৃতি গাইছে -“ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক্ জয়! “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here