কবি নাসরিন জাহান মাধুরীর কলমে বর্ষবরণের কবিতা“কালবৈশাখী” এপ্রিল ১৪, ২০২০785ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL নাসরিন জাহান মাধুরী কালবৈশাখী***নাসরিন জাহান মাধুরীঈশান কোণে মেঘ জমেছে দমকা হাওয়া বলে গেল আসছে কালবৈশাখী। তবে এসো, প্রবল প্রতাপে করে দাও লণ্ডভণ্ড, করে দাও ওলট পালট। বিদ্ধস্ত করে যাও সব। তারপর ওঠে দাঁড়াবো অপেক্ষায়, আরেকটি কালবৈশাখীর।