আবার আসুক
সাহানুকা হাসান শিখা
এসো হে নবীন
আমরা চাই সুখের দিন।
নিয়ে এসো সুখ বার্তা,
শান্তি অমলিন।
সকল বিপদ,জরা ব্যধি,
হয়ে যাক লীন,
এই পৃথিবী জুড়ে আবার,
বাজবে খুশির বীণ।
বটতলা সেজে উঠুক
আগেরই মত।
রং বেরঙের ফানুস উড়ুক
লাল ঘুড়ি যতো।
ভর্তা আর পান্তা ইলিশ,
রাখি শিকায় ভরে,
সুদিন যখন আসবে ফিরে
খাবো মজা করে।
এই বছরটা এমনি কাটাই,
ঘরে বসে বসে।
মহামারি বিদায় হলে,
বেড়াবো রঙ্গরসে।