ওপার বাংলার কবি সোনিয়া ঘোষ এর কবিতা “কালবৈশাখী”

696
Doinik-Alap-Poem-Kobi-কবি-সোনিয়া-ঘোষ-Kobita-কবিতা-কালবৈশাখী
কবি সোনিয়া ঘোষ

কালবৈশাখী

সোনিয়া ঘোষ

ঘন কালো মেঘে ঢাকা একটা সন্ধ্যার আকাশ |
হুঁ হুঁ করে বয়ে চলছে শীতল দক্ষিনা বাতাস ||

জানালার ধাঁরে তুই আর আমি পাশাপাশি |
কালবৈশাখী উড়িয়ে এনেছে অসংখ্য ধুলো রাশি ||

চোখে চোখ রেখে সে তোর কত না বলা কথা |
যত ভাবনা ছিল দু’জনার সব যেন অযথা ||

বিদ্যুতের চমকে ঝলসে ওঠা তোর ম্লান মুখখানা |
মন ভরে দেখছি আর ভাবছি এ’কোন অচেনা ||

তোর দু’হাথের শক্ত ঘেরে বসা আমি |
আজ মন ভরে তোকে খাচ্ছি হামি ||

তোর বুকের উষ্ম চাদরে সে যে কি স্বস্তি |
ভুলিয়ে দিচ্ছে আমার দীর্ঘ কালের বিরহ শাস্তি ||

আমার মনের আগুন নিভিয়ে দিলো এ’কোন কালবৈশাখী ||
ফিরিয়ে দিলো আবার তোকে আদোরে মাখামাখি ||

জানালার বাইরে আঁধারে ঝরছিলো অবিরাম বৃষ্টি |
আর ভেতরে তোর আর আমার ভালোবাসার নতুন সৃষ্টি ||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here