“উৎসবের উষ্ণতা” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর

441
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-উৎসবের উষ্ণতা
কবি বিশ্বজিৎ কর

উৎসবের উষ্ণতা

বিশ্বজিৎ কর

আমাকে তাপ দাও, আলো দাও -উৎসবের!
ছিন্নভিন্ন, আহত মননে উষ্ণতা পৌঁছে দেব!
এলোপাতাড়ি, সর্বনাশা বাতাসে এক আকাশ খুশির রেণু ছড়িয়ে দেব! আহা, কি সুগন্ধ!
চোখের জল মুছে মায়ের হাতজোড় -প্রার্থনায় সর্বশক্তিমান সহানুভূতির আলোর বিচ্ছুরণ ঘটাবেন!
এই আলোটা চাই, এই আলোর তাপে স্পন্দিত হতে চাই!
এই আলোতেই খুশির ঈদ আশ্বস্ততায় রঙিন হবে, সবরকমের ভেদাভেদ চূর্ণ হয়ে মানবিকতার জয় হবে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here