আমার স্বপ্ন
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আকাশ সমান স্বপ্ন আমার
এঁকে যাই সারাবেলা,
মনের গভীরে রেখেছি যতনে
স্বপ্নগুলো করে খেলা।
কাটিয়ে সব জরাজীর্ণতা জীবনের
এগিয়ে চলো সামনে,
বিধাতা তোমায় দিবে মূল্য
রাখো যদি তাকে ধ্যানে।
দুঃখী জনের পাশে থেকে
করে যেও উপকার,
সৎ পথে থেকো দুর্বার গতিতে
যে যতই করুক তিরস্কার বা চিৎকার ।