কবি ও লেখক শারমিন সিদ্দিকীর ছেলে চৌধুরী রায়ীদ ইয়াছিন রাঈয়ান এর আজ শুভ জন্মদিন। এমনি দিনে মার কলমের নিবেদন “আমার স্বপ্ন”

512

আমার স্বপ্ন
শারমিন আ-ছেমা সিদ্দিকী

আকাশ সমান স্বপ্ন আমার
এঁকে যাই সারাবেলা,
মনের গভীরে রেখেছি যতনে
স্বপ্নগুলো করে খেলা।

কাটিয়ে সব জরাজীর্ণতা জীবনের
এগিয়ে চলো সামনে,
বিধাতা তোমায় দিবে মূল্য
রাখো যদি তাকে ধ্যানে।

দুঃখী জনের পাশে থেকে
করে যেও উপকার,
সৎ পথে থেকো দুর্বার গতিতে
যে যতই করুক তিরস্কার বা চিৎকার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here