ভোর
আনজানা ডালিয়া
আমি শুধু নিয়েছিলাম অদ্ভুত এক নুতন ভোরের গন্ধ
আর শিশিরের মিষ্টি আলাপন।
না ফোটা ফুলের সৌন্দর্য্য সে তো আরো অদ্ভুত
সেদিন আলোরা মেলেছিলো রঙ্গীন পাখনা
আলোরা থাক সারা পথ জুড়ে,
ফুলেরা ধরে রাখুক স্বপ্নের চারাগুলো,
আর আমি বুঝে নিতে থাকি চোখের না পড়া ভাষা
আর ঐশ্বর্যের ভাঙ্গাগড়ার হহ।