বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-মৌসুমী কর’র নির্বাক অন্তরের কবিতা “দ্বিধা”

385
কবি-মৌসুমী কর’র নির্বাক অন্তরের কবিতা “দ্বিধা”

দ্বিধা

   মৌসুমী কর ( ভারত ) 

মানুষের শব
বহন করে নিয়ে যায় মানুষ
অথচ মানুষকে বুকে টানতে
কত দ্বিধা…..
মৃত্যুর পর শবকে
কাঁধে নিয়ে হাঁটে মানুষ
অথচ জীবিতাবস্থায়
হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতে
কত দ্বিধা…….
চলতি পথে শবকে
প্রণাম করে মানুষ
অথচ জীবদ্দশায়
একটু ভালোবাসতে
কত দ্বিধা…….।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here