আজি এ বসন্তে
অর্ণব আশিক
তোমার না থাকা জুড়ে এখনো বসন্ত আসে
কিশোরীর আঁচল খসে পরে
কোকিলের কুহু তানে
হলুদ পাঞ্জাবিতে ছয়লাব বকুল তলা, টিএসসি
শুধু বসন্তু নেই মানুষের মনে।
জলে ও কাদায় ইট ও পাথরে
ঘামে ভেজা শ্রমিক এখন ফোটায় ফুল
কচি কচি পাতা অশ্রুত চোখের গোপন স্থান
পাঁজর ফাটা অশ্রু মোছে
ওরাও হাসে নাগরিক জীবনের তামাশা দেখে
ফাগুন রাঙা এ বসন্তে।